ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হরতালে স্বাভাবিক সদরঘাট লঞ্চ টার্মিনাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
হরতালে স্বাভাবিক সদরঘাট লঞ্চ টার্মিনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বিএনপির ডাকা হরতাল-অবরোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে অনেকটাই স্বাভাবিক। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব লঞ্চ ঘাটে এসে ভিড়েছে।

দেশের বিভিন্ন স্থানে ছেড়েও গেছে সময়মতো।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা মিলেছে এ চিত্র।

জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সদরঘাটে ভিড়েছে ৪৮টি লঞ্চ। ছেড়ে গেছে ৯টি। ছাড়ার অপেক্ষায় রয়েছে আরও ৩টি লঞ্চ।

সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা একেবারেই স্বাভাবিক দাবি করে বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক এবিএম মাহামুদ বাংলানিউজকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সব লঞ্চ ঘাটে এসে পৌঁছেছেও সময়মতো।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।