ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট পাবেন এমপিরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট পাবেন এমপিরা

সংসদ ভবন থেকে: বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুনভাবে আবাসিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা না থাকায় সংসদ সদস্যদের নামে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে না। ভবিষতে ফ্ল্যাট বরাদ্দের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হলে, আবেদন মোতাবেক সংসদ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।


 
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোণার-১ এর সংসদ সদস্য ছবি বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্ন ১০৬-এর উত্তরে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
 
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা (তয় পর্ব) প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পে বিভিন্ন টাইপের ফ্ল্যাট নির্মাণের জন্য জায়গা সংস্থান রয়েছে। ইতোমধ্যে উত্তরা ৩য় পর্ব প্রকল্পের ১৮নং সেক্টরে ‘এ’ টাইপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। অতীতে রাজউকের বিভিন্ন প্রকল্পে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্যদের অনুকূলে (যাদের নামে রাজউক বা সরকারি সংস্থা কর্তৃক প্লট/ফ্ল্যাট বরাদ্দ করা হয় হয়নি) অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।