ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসহ আটকের পর ছয়মাসের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মাদকসহ আটকের পর ছয়মাসের সাজা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর ছয়মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার গভীর রাতে মাইজপাড়ার জামাল কলোনি এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসহ ইউনুছ (৪৫) নামে ওই ব্যক্তিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে ।



নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, দণ্ডিত ইউনুছ নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা।

আটকের পর বুধবার ইউনুছ ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয়মাসের বিনাশ্রম কারদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।