ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কোস্টাল ট্যাংকারের ফিটনেস সার্ভের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
কোস্টাল ট্যাংকারের ফিটনেস সার্ভের সিদ্ধান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্লাসিফিকেশন সোসাইটি দিয়ে কোস্টাল ট্যাংকারের বার্ষিক ফিটনেস সার্ভে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।



এছাড়া ডাবল হাল ডাবল বটম ট্যাংকার এবং ক্লাসিফিকেশন সোসাইটির ফিটনেস সার্ভে সন্তোষজনক সাপেক্ষে ২৫ বছরের কম বয়সের সিঙ্গেল হাল জাহাজ হেভি গ্রেড ওয়েল বহনের সিদ্ধান্ত হয়।

সভায় হাল ক্লাস জাহাজ নির্মাণ বন্ধ; লোডলাইন সনদহীন জাহাজগুলোর কোস্টাল নিবন্ধন বাতিল; ইনল্যান্ড ট্যাংকারগুলোকে শুধুমাত্র ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত মৌসুমে বে-ক্রসিংয়ের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।