ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে মায়ানমারের ২ ফিশিং ট্রলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বঙ্গোপসাগরে মায়ানমারের ২ ফিশিং ট্রলার আটক ছবি: ফাইল ফটো

কক্সবাজার: বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় মায়ানমারের দু’টি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
 
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমে সাগর থেকে ট্রলার দু’টি আটক করা হয়।

ট্রলারটিতে ১৫ জন মাঝি-মাল্লা ও জেলে রয়েছেন।
 
সেন্টমার্টিন নৌবাহিনী ঘাটির ইনচার্জ মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ট্রলারসহ আটকদের সেন্টমার্টিনে আনা হয়েছে। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।