ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ময়মনসিংহ: বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা নিয়ে অখণ্ড ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে শেরপুর টাউন হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় বক্তারা বলেন, দেশের বাজেট ও উন্নয়ন বরাদ্দ হয় বিভাগের ভিত্তিতে। আমাদের ৬ জেলায় দুই কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে, যা দেশের মোট জনসখ্যার এক অষ্টমাংশ। তাই আমরা ৬ জেলার জন্য দেশের মোট বরাদ্দের এক অষ্টমাংশ বরাদ্দ চাওয়া এবং পাওয়ার ন্যায্য দাবিদার।

শেরপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী মো. আনিসুর রহমান খান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, প্রিন্সিপাল ড. রিয়াজুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।