ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু বৃহস্পতিবার

নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘সুলতান মেলা’।

সুলতান ফাউন্ডেশন ও মেলা উদযাপন পর্ষদের আয়োজনে নড়াইল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

নড়াইলের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী এ মেলায় জেলার ৩৪টি সাংষ্কৃতিক সংগঠন অংশ নিবে।

মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, কুস্তি এঁড়ে লড়াই, লাঠি খেলা, দড়ি টানাটানি, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারি গান, কবিগান, সেমিনার ইত্যাদি।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মেলার সমাপনী দিন ২৮ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুলতান পদক বিতরণ করবেন। এবার সুলতান পদক পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  প্রবীণ চিত্রশিল্পী কালিদাস কর্মকার।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।