সংসদ ভবন থেকে: ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ হিসেবে এর অপব্যবহাররোধে ‘ফরামিলন নিয়ন্ত্রণবিল-২০১৫’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দশম জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এর আগে গত ২০১৪ সালের ১ জুলাই মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া অনুমোদন দেওয়ার পর খসড়া বিলটি আইনে পরিণত করতে জাতীয় সংসদে পাঠানো হয়। বিলটি অধিকতর যাচাইরে জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। ১৫ কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিলে বলা হয়েছে, ফরমালিনের অপব্যবহারে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড পর্যন্ত হতে পারে। এছাড়া লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শর্ত ভঙ্গ করলেই সাত বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিলে ফরমালিন উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি অবৈধভাবে রাখার জন্য ২-১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫-২০ লাখ টাকা পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।
এছাড়া অবৈধভাবে ফরমালিন মজুদের জন্য ২ থেকে ৭ বছর কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। আইনে এ ধরনের অপরাধ ধর্তব্য এবং জামিন অযোগ্য বলে গণ্য হবে এবং ভ্রাম্যমাণ আদালতকে বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে। আইনটি বাস্তবায়নে প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে ‘ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি’ গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫