ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলার দাবি

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলার দাবি

সংসদ ভবন থেকে: হরতাল-অবরোধে সৃষ্ট নাশকতায় ৩০ জন মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলা ঠুকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল।
 
বুধবার (২১ জানুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।


 
মইনউদ্দীন খান বাদল বলেন, খালেদা জিয়া যে আন্দোলন করছেন তা গণতান্ত্রিক আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। খালেদা জিয়া তার প্রচণ্ড অহমিকা, ঔদ্ধত্য ও অহংকার নিয়ে নির্বাচনে না এসে একটি দলের (বিএনপি) অপমৃত্যু ঘটাচ্ছেন, সন্ত্রাসীদের রানীতে পরিণত হয়েছেন।
 
তিনি আরও বলেন, খালেদা জিয়া কোন বিষয়ে সংলাপ করবেন? কেন জাতিকে তিনি ও তার সন্ত্রাসী পুত্র বিভ্রান্ত করছেন? খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন চাইলে নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরীষ্ঠতা নিয়ে এসে পরিবর্তন করুক।
 
বাদল বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চেয়েছেন, তার সঙ্গে কেন সংলাপ হবে? ৩০ মৃত্যুর জবাব না দিলে খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না। অন্তঃসত্ত্বা মাকে পুড়িয়ে হত্যা, কর্মজীবী ও পুলিশ হত্যার আগে খালেদা জিয়াকে জবাব দিতে হবে। খুনি আর খুনের শিকার পরিবারের সদস্যরা এক রাস্তা ব্যবহার করতে পারে না। তাই খুনি ও খুনের নির্দেশদাতা গণদুশমনদের সঙ্গে সংলাপ হতে পারে না।
 
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, খালেদা জিয়া কী আইনের ঊর্ধ্বে? তিনি কি সুপার সিটিজেন? কুইন ভিক্টোরিয়া যে তাকে নিয়ে কোন কথা বলা যাবে না? সংলাপ চাইলে অবরোধ, হত্যাযজ্ঞ, বোমাবাজি করে মানুষ হত্যা বন্ধ করতে হবে, তখনই সিদ্ধান্ত হবে সংলাপ হবে কি হবে না।

খালেদা জিয়াকে গান্ধীবাদী রাজনীতি করার আহ্বান জানিয়ে বাদল বলেন, সুস্থ রাজনীতির ধারায় আসুন। আগামী ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

তিনি আরও বলেন, জাতিকে রক্তাক্ত করার জন্য খালেদা জিয়াকে অবশ্যই একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর বিলম্ব নয়, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩০ জনকে খুনের জন্য ৩০টি হত্যা মামলা হওয়া উচিত।
 
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।