ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চালবাহী ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় চালবাহী ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের অদূরে চালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ২ দফায় ৭ ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।



এতে তাৱক্ষণিকভাবে এক পথচারী আহত হওয়ার কথা শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।

বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১০ টার দিকে শহরের গোহাইল রোড সাতমাথা ও স্টেশন রোডে পর পর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় একজন বাদাম বিক্রেতা আহত হয়।

একই সময় স্টেশন রোডের সততা ফল ভান্ডারের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের সত্ত্বাধিকারী হৃদয় আহমেদ রকির।

এর কিছু আগে রাত সোয়া ৯ টার দিকে স্টেশন প্রেসক্লাবের অদূরে রোডের ফলপট্টি এলাকায় একটি চালবোঝাই ট্রাকে আগুন দেয় দূর্বত্ত্বরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া প্রায় একই সময়ে শহরের বড়গোলা, বাদুরতলা ও কাঠালতলা এলাকায়  টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বত্ত্বরা। তবে এসব স্থানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বগুড়া থেকে চালবোঝাই ট্রাকটি কক্সবাজারের চকরিয়ায় যাওয়ার কথা ছিল।           

এর আগে সন্ধ্যা ৭টার দিকে থানামোড়ে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটলে রোকন (৩৬) ও রাহাত (২৬) নামে দুই পথচারী আহত হন।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।