ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন-রফিকুল ইসলাম (৩০) ও মফিজুর রহমান (৩০)।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ও বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, সকালে রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে মোহাম্মদ আলী এলাকায় পৌঁছুলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে ‍যায়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, বুধবার দিবগত রাত ১২টার দিকে ছাগলনাইয়ার কন্ট্রাকটার মসজিদ এলাকায় মফিজুর রহমান নামে অপর এক যুবক নিহত হয়েছেন।
 
নিহত মফিজুর রহমান উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি আধুনিক ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।