ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হরতালে স্বাভাবিক রাজধানী

শফিক শামীম ও কাজী নাজমুল হক ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
হরতালে স্বাভাবিক রাজধানী ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাগাতার অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে রাজধানী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই মানুষ ব্যস্ত নিজ নিজ কাজে।

স্বাভাবিক রয়েছে যান চলাচলও।

হরতাল কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী রাজপথে রয়েছে সতর্ক অবস্থানে। নজরদারিতে রয়েছেন পথচারীরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে তাদের।

সকাল ৭ টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগানসহ বিভিন্ন এলাকা ঘুরে পাওয়া যায়নি নাশকতার কোনো খবর। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করছেন পুলিশ ও ৠাব সদস্যরা। সড়কগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন তারা।

এছাড়াও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরাও চোখ-কান খোলা রাখছেন রাজধানীবাসীর নিরাপত্তায়।

নিরাপত্তার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে জানান, সকাল থেকে থানা পুলিশের মোবাইল টিম যথারীতি টহলে রয়েছে। কোনো নাশকতার ঘটনা মোহাম্মদপুর এলাকায় এখনো ঘটেনি।

একই কথা নিশ্চিত করেছেন শাহবাগ থানারসিরাজুল ইসলাম, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকসহ সরেজমিনে পরিদর্শন করা সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কারওয়ান বাজার এলাকায় ব্যাংকার আতিকুল ইসলাম বলেন, হরতাল হলেও আল্লাহর রহমতে নিরাপদে উত্তরা থেকে কারওয়ান বাজার আসতে পেরেছি। তবু ভয়তো থেকেই যায়।

আক্ষেপ করে তিনি বলেন, কবে যে এই দেশটাতে শান্তি আসবে! পেট্রোল বোমা-ককটেল হামলা কবে বন্ধ হবে...!

সালাউদ্দিন সরকার নামের এক রিকশাচালক বলেন, রাস্তা ঘাটেতো গাড়ি ভালো কইরাই চলতাছে। কোনো সমস্যা নাই। হরতাল অয় (হয়) এহন নামে, কামে (সক্রিয়) না। অনেক আগে দেকতাম হরতালে রাস্তাঘাট ফাঁকা থাকতো। এখন হরতালের দিন আর অন্য সাধারণ দিন একই কতা (কথা)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে দায়িত্বরত ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকে রাজধানীতে নাশকতা সংক্রান্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।