ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোটর সাইকেলে সঙ্গী থাকা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মোটর সাইকেলে সঙ্গী থাকা যাবে না ছবি: প্রতীকী

ঢাকা: বোমা হামলাসহ নাশকতা ঠেকাতে সারা দেশে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোন যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি’২০১৫) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে বলা হয়, ‘সাম্প্রতিককালে কিছু দৃর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যারবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশ (১৯৮৩ সালের ৫৫ নম্বর অধ্যাদেশ) এর ৮৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটরসাইকেলে চালক ব্যতিত অন্য কোন যাত্রী বা সঙ্গী বহন এতদ্বারা নিষিদ্ধ করলো। ’
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরেরোধ-হরতালে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোলবোমা, ককটেল হামলার ঘটনা ঘটছে।
 
মোটরসাইকেলের করে দৃস্কৃতিকারীরা এ হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
 
এর আগেও দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৮ ডিসেম্বর মোটর সাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

পরে ২ জানুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
 
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।