ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মে মাসে হবে গৃহকর্মী সুরক্ষা কল্যাণনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মে মাসে হবে গৃহকর্মী সুরক্ষা কল্যাণনীতি প্রতীকী

ঢাকা: আগামী মে মাসের মধ্যেই ‘গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা ২০১৪’  মন্ত্রিপরিষদে পাস হবে বলে অাশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চন্নু।

বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী।



তিনি বলেন, ‘গৃহকর্মী সুরক্ষা নীতিমালা ২০১৪’ নিয়ে কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী মে মাসের মধ্যে এই নীতিমালা পাস হয়ে যাবে। আমরা তেজগাঁয় ২০ তলা ভবনের মান সম্পন্ন একটি হাসপাতালের চিন্তা ভাবনা করছি।   এই হাসপাতালে শ্রমিকরা নাম মাত্র খরচে মান সম্পন্ন চিকিৎসা পাবেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হরতাল অবরোধে শ্রমিকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে যারা জ্বালাও পোড়াও করছে তাদের জিজ্ঞেস করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম এমপি বলেন, ‘দেশের  ৮৬ শতাংশ শ্রমিকেরই শ্রমিক বলে কোনো স্বীকৃতিই নেই। গৃহ শ্রমিকদের আগে যে দাসত্ব প্রথা ছিলো তারই নতুন সংস্করণ বতর্মান পরিস্থিতি।   দেশে বর্তমানে পৌনে ৫ কোটি অপ্রতিষ্ঠানিক শ্রমিক রয়েছে। গৃহ শ্রমিকদের খসড়া নীতিমালা অতি দ্রুত কেবিনেটে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে ‘গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা ২০১৪’ এর খসড়ার ওপর প্রসূতিকালীন সুরক্ষা, শিক্ষা, চিকিৎসাসহ মোট ১৩টি সুপারিশ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আলহাজ শুক্কুর মাহমুদ, নারীমৈত্রীর পরিচালক শাহীন আক্তার ডলিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের আলোচকরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতিদান ও তাদের দৈনন্দিন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা গৃহকর্মীদের বেতন বৃদ্ধি, সিটি কর্পোরেশনের শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দান, শিশু শ্রমিকদের বয়স নির্ধারণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।