ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে হোটেল-বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
হবিগঞ্জে হোটেল-বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জে বিভিন্ন হোটেল, বেকারি ও সিএনজি চালিত অটোরিকশার মালিককে ২০ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ শহর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় পৃথকভাবে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালায়। এসময় পঁচা-বাসী খাবার বিক্রি ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরির অভিযোগে ওই বেকারির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই আদালত হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার একটি বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ ও একরামুল সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের থানা রোড মোড়ে কাগজপত্র বিহীন সিএনজি চালিত আটটি অটোরিকশার প্রত্যেকটি থেকে ১শ’ টাকা করে মোট ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।

বেলা ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কোর্ট মসজিদ এলাকায় কলাপাতা রেস্টুরেন্ট ও দারুচিনি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে প্রত্যেকটি থেকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাংলানিউজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।