ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে বিবদমান জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষে ঘটনা ঘটে।



আহতদের মধ্যে মিজানুর রহমান ইদিল (৫২),  গহের উদ্দিন (৫৩), মতিউর রহমান (৩২), শাহিন (৩৬), আশকান (৬০), আব্দুস সামাদ (৪৫), মোক্তার হোসেন (৫২) ও দুখুনী বেগমকে (৪০) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ জানান, দিঘী সগুনা গ্রামের মোক্তার হোসেন ও মিজানুর রহমান ইদিলের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। দুপুর পৌনে ১২টার দিকে মিজানুর রহমান ইদিল ও তার লোকজন নিয়ে বিবদমান ওই জমিতে বোরো ধান লাগাতে যান। খবর পেয়ে মোক্তার হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছুলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, বল্লম, রডসহ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।