ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চৌমুহনীতে শীতের পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
চৌমুহনীতে শীতের পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের এনএ চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরি বিদ্যালয়ে প্রায় শতাধিক রকমের পিঠা-পুলি নিয়ে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।



পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরফি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, ঝুনি পিঠা, সাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, পিঙ্গার পিঠা, রস কদম, ঝাল পিঠা, লাভ পিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাঁপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, ডোনাটা পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ নেয়।

উৎসব শেষে অতিথিরা ছয় শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার প্রাপ্তরা হল- নির্জন বণিক, আবদুর রহিম সামির, আরিয়ান, মেহেদি হাসান পিয়াল, মাশরিক হাসান সামি, সানজিদ ইসলাম।

বিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ কামরুলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুন্দ্র মাসুদ, সমাজকর্মী সিরাজ উদ্দিন শাহীন, সাংবাদিক মনির হোসেন বাবু, শিক্ষাবিদ গোপাল কৃষ্ণ দাস, কাজী আনোয়ারুল মামুন, সংবাদকর্মী মোতাছিম বিল্লাহ সবুজ, সাইদুজ্জামান রাজু, মু গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।