ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
শালিখায় ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

মাগুরা: পুলিশের মারপিটের অভিযোগে মাগুরার শালিখার আড়পাড়া বাজারে দোকান বন্ধ করে প্রতিবাদ সমাবেশ ও এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।



আড়াপাড়া বাজারের মাইক ব্যবসায়ী তিব্বত বিশ্বাস অভিযোগ করেন- সকাল ১১টার দিকে শালিখা থানার এসআই গৌতম কুমার তার দোকানে এসে মাইক ভাড়া চায়। এ সময় মাইকের ব্যাটারি না থাকায় তিনি মাইক ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেন।

এতে ওই পুলিশ অফিসার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করেন। এ ঘটনা বাজার কমিটিকে জানালে তাৎক্ষণিকভাবে বাজারের বণিক সমিতিকে ঘটনাটি জানায়। এতে ক্ষুব্ধ ব্যসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মাগুরা-যশোর সড়ক অবরোধ করে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে অবরোধ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন- আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক মো. আল মোর্ত্তজা, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস প্রমুখ।

এ সময় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ সেখানে উপস্থিত হয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার করার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।