ঢাকা: আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে টিপু আলম নামে এক ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, ওই ব্যবসায়ী বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর তলবি নোটিশে তাকে ২৮ জানুয়ারি সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের দায়িত্বশীল সূত্র নোটিশের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, অনুসন্ধানে মুসা বিন শমসেরের সঙ্গে ব্যবসায়ী টিপু আলমের সংশ্লিষ্টতা পাওয়ায় অনুসন্ধানের প্রয়োজনে তাকে তলব করা হয়েছে।
এর আগে মুসার বিরুদ্ধে আসা অভিযোগ বিষয়ে আরেক ব্যবসায়ী শহীদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। শহীদুল্লাহ মুসার ছোট ছেলে জুবি হাজ্জাজের শ্বশুর।
মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সুইস ব্যাংকে ৫১ হাজার কোটি টাকা জমা থাকা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। গত ১৮ ডিসেম্বর তাকে টানা চার ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫