নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শিপা বিশ্বাস (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ৩ বছর ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কর্মকর্তা আকুল বিশ্বাস তার পরিবার নিয়ে ইউনিয়নের ছাতারপাইয়া বাজার ও ব্রাক কার্যালয়ের পাশে সোলেমান বেপারি বাড়িতে ভাড়া থাকতেন।
সকালে পাশের ভাড়াটিয়ারা কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শিপার মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫