নারায়ণগঞ্জ: ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১০৯৯) ও নোয়া মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-৫১-৭২৯৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার পর এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ট্রাকচালক জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, তিনি মুন্সীগঞ্জ থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে ভোলাইল এলাকায় ১০/১২ জন দুর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে এবং গ্লাস ভেঙে দেয়। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হন।
এদিকে, মাইক্রোবাসটির চালক ফজলুল হক জানান, দুর্বৃত্তরা তাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে মারধর করে। এরপর পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫