ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আন্দোলনরত দলগুলোর সঙ্গে সরকারের সমঝোতা চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অর্থবহ এ সমঝোতার বিষয়টি উত্থাপন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য।
খন্দকার মাহবুব বলেন, দমন, পীড়ন, মামলা, হামলা দিয়ে বিরোধী দল তথা জনগণের গণতান্ত্রিক অধিকারের দাবি উপেক্ষা করে ‘জনসমর্থনহীন’ সরকার টিকে থাকতে পারবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের একগুঁয়েমি মনোভাব দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। যার জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।
সংকট উত্তরণের একটিমাত্র পথ হচ্ছে, সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করা বলেও মনে করেন মাহবুব হোসেন।
তার মতে, আইন-শৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে নিজেদের ক্ষমতা দখলের জন্য নির্বিচারে ব্যবহার করছে সরকার। সরকারের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জান-মাল আজ বিপন্ন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫