ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১২০ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মাধবপুরে ১২০ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বুধবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।


 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ তারেক বিষয়টি বাংলানিউজকে জানান।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজেন্দ্রপুর বিওপি’র কমান্ডার সুবেদার মেজবাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা শাহপুর এলাকায় অভিযান চালায়।
 
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গাঁজার ৩০টি প্যাকেট ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে, এসব প্যাকেট থেকে ১২০ কেজি গাঁজা পাওয়া যায়।
 
বাংলাদেশ সময়:  ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।