ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে বাংলাদেশে কতজন আটকে পড়া পাকিস্তানি বসবাস করছেন তার সঠিক কোনো সংখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তবে সর্বশেষ (১৯৯২ সালের) জরিপে দেখা যায় ২ লাখ ৩৭ হাজার ৪৪০ ঊর্দুভাষী নাগরিক এ দেশে বসবাস করছে।

এরপর আর কোনো জরিপ না হওয়ায়, প্রকৃত সংখ্যা বের করা কঠিন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে নুরজাহান বেগমের তারকা চিহৃত প্রশ্ন ১৩৫ এর জবাবে মন্ত্রী জাতীয় সংসদে এ তথ্য দেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকার আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর জন্য জোর পদক্ষেপ নিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় এ ব্যাপারে পাকিস্তানকে অনুরোধ করেছে। এটি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়সমূহের একটি।

মন্ত্রী আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের পর, বাংলাদেশে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকায় সংযুক্ত করা হয়। সে সময় প্রায় ১ লাখ ৬০ হাজার ঊর্দুভাষী নাগরিক ভোটার তালিকায় যুক্ত হয়। এরআগে ১৯৭২ সালে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি পরিচালিত সমীক্ষা অনুযায়ী ৫ লাখ ৩৯ হাজার ৬৬৯ জন বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে।

ওই সময় তারা পাকিস্তানে ফেরত যাওয়ার পক্ষে মত প্রকাশ করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, পরবর্তীতে ১৯৭৪ সালের ত্রিপাক্ষিক চুক্তিতে পাকিস্তান কর্তৃপক্ষ মাত্র ৩ শ্রেণীভুক্ত ব্যক্তিদের তাদের দেশে ফেরত নিতে সম্মত হয়েছিল। এ চুক্তির আওতায় পাকিস্তান সরকার ১ লাখ ৪৭ হাজার ৬৩৭ জনকে ফেরত নেওয়ার পক্ষে মত প্রকাশ করে মাত্র ১ লাখ ২৬ হাজার ৯৪১ জনকে ফেরত নেয়। অবশিষ্ট ৪ লাখ আটকে পড়া পাকিস্তানিকে ফেরত নেওয়ার বিষয়ে কোনো উদ্যেগ নেয়নি দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।