ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘ প্রতিনিধি দল

এ কে এম রিপন আনসারী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘ প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: এশিয়া রিজিওনাল কনসালটেশন অন ইউএন পিস অপারেশনস বাই হাই লেভেল ইনডিপেনডেন্ট প্যানেল এর একটি প্রতিনিধি দল রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তারা বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের মহৎ অবদানের উচ্ছসিত প্রশংসা করেন।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত প্রতিনিধি দল বিপসট পরিদর্শন করেন।

পরিদর্শনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিপসটের প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ সুবিধাদির ব্যাপারে প্রশংসা করে বিপসটের উত্তরোত্তর উন্নতি কামনা করেন প্রতিনিধি দল।  

এশিয়া রিজিওনাল কনসালটেশন অন ইউএন পিস অপারেশনস বাই হাই লেভেল ইনডিপেনডেন্ট প্যানেলের নেতৃত্ব দেন পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস হর্তা। প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান। পরিদর্শনকালে প্রতিনিধি দল বিভিন্ন শান্তিরক্ষা বিষয়ের উপর মতবিনিময় করেন। সভায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং বিপসটের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে মত বিনিময় হয়।

সভা শেষে প্রতিনিধি দল বিপসটের বিভিন্ন আভ্যন্তরীণ ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সহায়ক সুবিধাদি পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রতিনিধি দল বিদ্রোহী দল দ্বারা আক্রান্ত জাতিসংঘ উদ্বাস্তু ক্যাম্পে বসবাসরত অ-সামরিক মানুষকে শান্তিরক্ষী বাহিনী কর্তৃক উদ্ধার অভিযানের মহড়া প্রত্যক্ষ করেন।

আনুষ্ঠানিক কাজ শেষে প্রতিনিধি দল বিপসটের সকল অফিসার ও রাজেন্দ্রপুর সেনানিবাসের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

প্রতিনিধি দল ঢাকায় রওনা হওয়ার পূর্বে বিপসট অফিসার্স মেস কমপ্লেক্সে বৃক্ষরোপন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা,জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।