ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
কালাইয়ে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে পুকুরে মাটি কাটার সময় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হাতিয়র এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।


 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়র গ্রামে একটি পুকুরে মাটি কাটার সময় শ্রমিকরা কষ্টি পাথরের একটি মূর্তি দেখতে পায়। পরে তারা কালাই থানা পুলিশে খবর দেয়।  
 
খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। এর ওজন ৮০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ৩ ফিট ও প্রস্থ দেড় ফিট।  
 
ওসি রমজান আলী জানান, উদ্ধার হওয়া মূর্তিটি নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়:  ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।