ঢাকা: ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঢাকায় দেশটির হাই কমিশন নানা কর্মসূচি নিয়েছে। ২৬ জানুয়ারি (সোমবার) রাজধানীর বারিধারাস্থ নিউ চ্যান্সেরি কমপ্লেক্স, প্লট নং- ২এ, জাতিসংঘ সড়কে এই কর্মসূচি উদযাপন করা হবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন, সঙ্গে পরিবেশিত হবে ভারতের জাতীয় সঙ্গীত। পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনাবেন হাই কমিশনার।
এছাড়াও ঢাকায় ভারতীয় কমিউনিটির শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
ঢাকায় অবস্থানরত সকল ভারতীয় নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের প্রজাতন্ত্র দিবসের এই উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সবাইকে সকাল পৌনে নয়টার মধ্যেই অনুষ্ঠানস্থলে হাজির হতে বলা হয়েছে।
বাংলাদেশ সময় ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫