রূপগঞ্জ(নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার দায়ে জাহিদুল ইসলাম জাহিদ (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, মাহনা এলাকার এক মাদ্রাসার শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বখাটে জাহিদুল ইসলাম জাহিদ।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে জাহিদ। এরপর ওই শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগের ভিত্তিত্বে তাকে আটক করে পুলিশ। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫