নড়াইল: প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদ ও নিবার্হী পরিচালক কাজী খাজে আলমসহ ৬জনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের আলাদাতপুরের প্রশিকা কর্মকর্তা বদিউল ইসলাম ২০১৪ সালের এপ্রিলে বাদী হয়ে প্রভিডেন্ট ফান্ডের ৬ লাখ ৫৮ হাজার টাকা দাবি করে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদসহ প্রশিকার ৬ কর্মকর্তার নামে সমনের আদেশ হয়। সমন পাওয়ার পরেও প্রশিকার কর্মকর্তারা সংশ্লিষ্ট আদালতে হাজির না হওয়ায় তাদের মালামাল ক্রোকের আদেশ দেয় আদালত।
মামলার আইনজীবী অ্যাডভোকেট তরিকুজ্জামান লিটু জানান, এ মামলার বিবাদীরা সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তাদের নামে স্থানন্তরযোগ্য এমন সব মালামাল ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫