ঢাকা: দুর্বত্তদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যাওয়া কলেজছাত্র সানজিদ হোসেন অভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ শাখা শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ। মানববন্ধন শেষে কলেজ প্রাঙ্গণে নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কলেজের প্রধান গেটের সামনে মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহত অভি কবি নজরুল সরকারি কলেজের একাদশ শেণীর মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র ছিল।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেড কাজী ফিরোজ রশিদ বলেন, আর এভাবে মার খাওয়া যাবে না। আইন করে হরতাল-অবরোধ বন্ধ করতে হবে। নাশকতাকারীদের ঠেকাতে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, কলেজের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। বর্তমান সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, কবি নজরুল কলেজের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বঙ্গবাজারে হরতাল সমর্থকদের নিক্ষেপ করা পেট্রোল বোমার আঘাতে আহত হয় অভি। বুধবার দিনগত রাত ১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫