ভোলা: ভোলা দৌলতখানের মেঘনায় মাছ ধরা একটি ট্রলারের ধাক্কায় মিরাজ মাঝি(২৪) নামে এক জেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মেঘনার ডলফিন এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, ভোরে দৌলতখান উপজেলার মেঘনার ডলফিন এলাকায় ট্রলারে মাছ ধরছিলেন মিরাজ। এ সময় পেছন থেকে অন্য একটি ট্রলার এসে মিরাজদের ট্রলারকে ধাক্কা দেয়।
এতে ট্রলারটি ডুবে যায় ও মিরাজের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫