ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র

সংসদ ভবন থেকে: বিগত পাঁচ বছরে দেশে দারিদ্রের হার কমেছে। তবে দেশে এখনো ২৪ দশমিক ৭ ভাগ লোক দরিদ্র রয়েছে বলে সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০০৫-২০১০ সাল পর্যন্ত দারিদ্রের হার কমেছে ৮ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানাভিত্তিক আয় ও ব্যয় জরিপে ২০১০ সালে দেশে দারিদ্রের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। যা ২০০৫ সালে ছিল ৪০ ভাগ।

এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিসংখ্যান স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম-২০১৩ এর ফলাফল অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ দশমিক ১ বছর। যা ২০১২ সালে ছিল ৬৯ দশমিক ৪ বছর। এর আগে ২০১১ সালের স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম অনুযায়ী গড় আয়ু ছিল ৬৯ বছর।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।