ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার না করায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন চলাকালীন সময় সম্পূরক প্রশ্ন করে তিনি ওয়াক আউট করেন।



মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, যার হুকুমে দেশে বোমাবাজি, সন্ত্রাস চলছে। আমরা টিভিতে দেখেছি খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না, আমি এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করলাম।
 
এর জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রশ্নকর্তা ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কথা বলেছেন। আমাদের যে ব্যবস্থা আছে, সেই অনুযায়ী আমরা এসব পর্যবেক্ষণ করছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।