ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
শৈলকুপায় ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রলির নিচে চাপা পড়ে তামিম হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত তামিম একই গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান বাংলানিউজকে জানান, বিকেলে তামিম ট্রলিতে করে মাটি বহনের কাজ করছিলেন। এ সময় ট্রলিটি উল্টে গেলে নিচে চাপা পড়ে আহত হন তিনি।

গুরুতর অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।