ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় নাশকতা এড়াতে বিজিবি মোতায়েন

ডিপ্ল্যোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ঢাকায় নাশকতা এড়াতে বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির টহল শুরু হয়েছে।



চলমান হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় পুলিশ-র‌্যাবকে সহায়তা করতে বিজিবি সদস্যরা মাঠে নেমেছে বলে জানা যায়।

যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।