ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুষ্টের দমন ও শিষ্টের পালন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মগবাজারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মো. নজিবুর রহমান বলেন, সৎ ব্যবসায়ীদের সহযোগিতা ও অসৎ ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে। এক্ষেত্রে কাস্টমস গোয়েন্দাদের ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ দেন তিনি।
রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে এনবিআর-এর চেয়ারম্যান দৃঢ়ভাবে বলেন, আমরা একটি সুনির্দিষ্ট স্ট্যাটেজি প্ল্যান নিয়ে কাজ করি। যেভাবে এগুচ্ছি তাতে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে সারপ্লাস হবে।
অস্থিরতায় রাজস্ব আদায়ের ধারা অব্যাহত রাখতে গত ১০দিন ধরে একটি তাৎক্ষনিক পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান। যা আগামি ১ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫