ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমানের যৌথমহড়া শুরু ২৪ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমানের যৌথমহড়া শুরু ২৪ জানুয়ারি

ঢাকা: প্যাসিফিক এয়ার ফোর্সের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে আপদকালীন সময়ে বিমানে দ্রব্যাদি উত্তোলনের দ্বিপাক্ষিক কৌশলগত মহড়া শুরু হবে আগামী ২৪ জানুয়ারি এবং শেষ হবে ৩০ জানুয়ারি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


   
বিবৃতিতে বলা হয়, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর দুইশ সদস্য ও একটি বাংলাদেশি সি-১৩০ উড়োজাহাজের সঙ্গে প্রায় ৮০ জন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যসহ জাপানের ইয়োকটা বিমান ঘাঁটির ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন ও ৩৭৪ এয়ারলিফট উইং থেকে তিনটি যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর উড়োজাহাজ সি- ১৩০ এইচ হারকিউলিস মহড়ায় অংশ নেবে।             
 
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণকারীরা বিমানে দ্রব্যাদি উত্তোলন ও অবতরণের কৌশলগত পদ্ধতি বিনিময় করবেন। এ ছাড়া তারা তাদের সম্মিলিত উত্তোলনের ক্ষমতাকে আরো বৃদ্ধি করার প্রয়াস পাবেন এই মহড়ায়।

অংশগ্রহণকারীরা সহযোগিতামূলক বিমান কার্যক্রমও পরিচালনা করবেন। এর মধ্যে বিমান চালনা ও উদ্ধার, দিনে ও রাতে নিম্নস্তর দিয়ে উড়োজাহাজ চালনা, কৌশলগত অবতরণ এবং এয়ারল্যান্ড মিশনসহ বিভিন্ন বিষয়বস্তুর অভিজ্ঞতা বিনিময়, রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার সম্পর্ককে আরো মজবুত করবে বিশেষ করে মানবিক সহায়তা, দুর্যোগকালীণ ত্রাণ, বিমান নিরাপত্তা, উত্তোলন এবং বিমান রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে উভয় দেশের বিমান বাহিনীর সম্পৃক্ততার সুযোগ অব্যাহত থাকবে।

এ সব মহড়ার মাধ্যমে গড়ে ওঠা ও টেকসই হওয়া দুই দেশের সম্পর্ক, বেসামরিক ও সামরিক কার্যক্রম ও সামরিক বিনিময় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে মানবিক প্রয়াসে সাহায্য এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে আরো  সমৃদ্ধশালী করবে বলে বিবৃতিতে বলা হয়।        

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।