ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর ধর্মপুরে তুলার মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ফেনীর ধর্মপুরে তুলার মিলে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন বাজারে তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, বিকেলে আগুনের লেলিহান শিখা দেখতে পায় তারা। মুহূর্তে মধ্যে পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনে। ততক্ষণে পুরো মিলে সব তুলা পুড়ে ছাঁই হয়ে যায়।

ফেনী ফায়র সার্ভিসের কর্মকতা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারণায় অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত।
 
আমিন বাজারের স্থানীয় ব্যবসায়ী আবুল হাসান জানান, এখানে তুলা প্রক্রিয়াজাত করে ফেনী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।