ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সময় মতো শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সময় মতো শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: প্রাথমিক শিক্ষদের সময় মতো পেনশন পরিশোধের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
 
তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষকরা চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর, অনেক সময় দীর্ঘ দিনেও পেনশনের টাকা পান না।

প্রাথমিকের শিক্ষকরা এমনিতেই মানবেতর জীবন-যাপন করেন। তারা সামান্য যে পেনশন পান, তাও যদি সময় মতো না দেওয়া হয়, তাহলে কিভাবে এই পেশায় টিকে থাকবেন তারা।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতীর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।
 
রওশন এরশাদ বলেন, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। সেই কারিগররাই যদি এমন হালে থাকেন, তাহলে কিভাবে উন্নয়ন হবে আমাদের।
 
এ সময় তিনি শিক্ষকদের বিরুদ্ধে একটি অভিযোগও করেন। তিনি বলেন, কিছু কিছু স্কুলে শিক্ষকরা সময় মতো যান না। এতে পাঠদানে অনেক সমস্যা হয়। তাই এসব বিষয় শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে।
 
বিরোধীদলীয় নেতা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাধিক সংখ্যক নারী শিক্ষক নিয়োগেরও দাবি করেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে
** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।