ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন গণদাবি পরিষদ’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 
 
মানববন্ধন শেষে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  
 
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিভাগ বাস্তবায়ন গণদাবি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেছুর রহমান চৌধুরী, সদস্য সচিব বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা শাখার সভাপতি অশোক কুমার বড়ুয়া, উপদেষ্টা কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ, কুমিল্লা সনাকের আহ্বায়ক শাহ আলমগীর খান, কুমিল্লা বিএমএর সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন বেদ রায়, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রেজাউল হক রানা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া মানিক, সংবাদকর্মী খায়রুল আহসান মানিক, সাইয়িদ মাহমুদ পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সংবাদকর্মী আবুল বাসার খান, আনোয়ার হোসেন, সেলিম রেজা মুন্সী, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাওহীদ হোসেন মিঠু, আমাদের কুমিল্লার ফটোগ্রাফার এনকে রিপন, সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হোসনে আরা মায়া, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খাদেম ফিরোজ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম, ব্যাংক শ্রমিক নেতা ইকবাল হোসেন বুলবুল, কুমিল্লা পলিটেকনিক কলেজের শিক্ষক মেহরাজুল ইসলাম রাজু, সনাকের এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম, সমাজকর্মী প্রদীপ কুমার পাল, সমাজকর্মী আহসান আক্তার, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়:  ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।