ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অবিলম্বে খালেদার গ্রেফতার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
অবিলম্বে খালেদার গ্রেফতার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: দেশব্যাপী সহিংসতা সৃষ্টির দায়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতার দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, খালেদাকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করতে হবে।

এটা এই সংসদের দাবি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এই সন্ত্রাস বাঙালির উন্নয়ন, অগ্রগতি স্বাধীনতার বিরুদ্ধে। মন্ত্রীরা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। আপনারা (মন্ত্রীরা) শপথ নিয়ে থাকলে এই দেশের শান্তি প্রিয় মানুষের নিরাপত্তা দিতে হবে। এটাই গণতন্ত্রের ভাষা।

তিনি বলেন, মানুষের কাছে মানবতা দেখানো যায়, দানবের কাছে নয়। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য আরও কঠোর হতে হবে। যারা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস করছে, রাষ্ট্রের সাধারণ মানুষকে হত্যা করছে, ভ্রুন হত্যা করছে, এদের কাছে মানবতার কোনো মূল্য নেই। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলবো- এদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিন। খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করতে হবে। এটাই সংসদের দাবি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গোটা বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একপক্ষ শান্তির পক্ষে, অন্যপক্ষ সন্ত্রাস নির্ভর। সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে বাস করতে পারে না। খালেদা জিয়া এখন জঙ্গি নেতা মোল্লা ওমরের মতো বাংলাদেশের নেতা হয়েছেন।

তিনি প্রশ্ন রাখেন নাশকতা-সহিংসতা-সন্ত্রাসের কাছে দেশের গণতন্ত্র বন্দি হয়ে যাবে? সন্ত্রাসীর নেত্রী খালেদা জিয়ার কাছে বন্দি হয়ে থাকবে? এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে। এ জন্য যারা অপরাধী তাদের দৃঢ়হস্তে দমন করতে হবে। কোনো দয়া-মায়া দেখালে চলবে না। গণতন্ত্র ও সংবিধানকে অতীতেও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেইনি, আগামীতেও দেব না। দেশের মানুষ আজ সন্ত্রাস-নাশকতা-খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। খালেদা জিয়া রাষ্ট্রের ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি-গণতন্ত্র-আইনের শাসনের পক্ষে। অন্যজন, খালেদা জিয়া সন্ত্রাস-নাশকতা চালাচ্ছেন। তাই অবশ্যই খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধীর স্থান কোনো কার্যালয় বা অন্য কোথাও নয়, একমাত্র স্থান জেলখানা।

খুনিদের সঙ্গে কিসের সংলাপ প্রশ্ন তুলে তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে বিশ্বের কোথাও কোনোদিন সংলাপ হয়নি, বাংলাদেশেও হবে না।

এ সময় কতিপয় বুদ্ধিজীবীর সমালোচনা করে তিনি বলেন, কোনো কোনো বুদ্ধিজীবী এটাকে এক করতে চায়। এটাকে এক করার কোনো সুযোগ নেই। একজন শান্তির পক্ষে। আরেকজন, সন্ত্রাস করছে। তাই এটা এক করা যাবে না।

 বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** আর কত জানাজায় অংশ নেব
** খালেদাকে সহিংসতা পরিহারের আহবান
** ৭ দিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে
** সময় মতো শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি
** বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে
** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।