ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে যুবলীগের সম্মেলন

সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক রাইহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক রাইহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের মেহেরপুরে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আমিরুল ইসলাম বামুন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাইহান উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার বিকেলে বামুন্দী হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে যুবলীগ নেতা সোহেল আহমেদ ফরজের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বামুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্বাছ আলী, গাংনী উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগ নেতা মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাদী, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।

গাংনী উপজেলা যুবলীগের সহ দফতর সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হবিবুর রহমান হবি, সাংগাঠনিক সম্পাদক আশরাফুল হক বাবু, উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান শামীম, জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, মহিবুল ইসলাম, খোরশেদ আলম, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেচুর রহমান, মটমুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, হজরত আলী সুজন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব প্রমুখ।

সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ গোপন ভোটে আমিরুল ইসলাম বামুন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাইহান উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট বামুন্দী ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।