ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শুল্ক গোয়েন্দা মাছি-সিংহ সবই মারবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
শুল্ক গোয়েন্দা মাছি-সিংহ সবই মারবে

ঢাকা: রাজস্ব আদায়ের স্বার্থে শুল্ক গোয়েন্দাদের মাছি ও সিংহ সবই মারার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার‌্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশ দেন তিনি।


 
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাঠ পর‌্যায়ে প্রথম মো. নজিবুর রহমান শুল্ক গোয়েন্দা অধিদপ্তর পরিদর্শন করলেন। গত ১০ বছরে প্রথম কোনো চেয়ারম্যান এ কার‌্যক্রম পরিদর্শন করেন।
 
চোরাচালানের সঙ্গে লিপ্ত থাকার মাধ্যমে যারা দেশকে বৈধ রাজস্ব থেকে বঞ্চিত করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে গোয়েন্দাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
 
শুধু শুল্ক নয় জাতীয় রাজস্ব বোর্ড’র তিনটি উইং এর মাঠ পর‌্যায় থেকে কেন্দ্রীয় কর্মকর্তা পর‌্যন্ত নজরদারি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দেন মো. নজিবুর রহমান।
 
কর প্রদানে ব্যবসায়ী ও নাগরিক কেউ যাতে হয়রানির শিকার না হন সেক্ষেত্রে কাজ করতে গোয়েন্দাদের সর্তকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
 
চেয়ারম্যান বলেন, সৎ ব্যবসায়ীকে সহযোগিতা করা হবে, আর অসৎ ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। শুল্ক গোয়েন্দা কার‌্যক্রমকে শক্তিশালী, দূর্বলতা দূর ও প্রযুক্তি নির্ভর করার প্রতিশ্রুতি দেন তিনি।
 
শুল্ক ফাঁকির আগেই শুল্ক প্রদানে জনগণ ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে শুল্ক গোয়েন্দারা কাজ করবে। সুশাসনের হাতিয়ার হিসেবে গোয়েন্দা কার‌্যক্রম ব্যবহৃত হচ্ছে।
 
শুল্ক গোয়েন্দা কার‌্যক্রমে কাউকে জটিলতা সৃষ্টি বা কোনো কর্মকর্তাকে জটিলতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।
 
কোনো ব্যবসায়ীর বা কারো ভয়ভীতির তোয়াক্কা না করে কাজ করা হবে জানিয়ে নজিবুর বলেন, ভয়ভীতির তোয়াক্কা করা হবে না। কর্মকর্তারা সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন।
 
গোয়েন্দা কার‌্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
 
এসময় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান, উপ-পরিচালক মুস্তাফিজুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** দুষ্টের দমন শিষ্টের পালন করবে এনবিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।