ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভূমি অফিসে ডাকাতি

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সাভারে ভূমি অফিসে ডাকাতি

সাভার (ঢাকা): সাভারে ভূমি অফিসে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে হেমায়েতপুরের আলমনগর এলাকায় ভূমি অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে আলমনগরের ভাড়া করা সরকারি (ভূমি) অফিসের নিরাপত্তাকর্মী মোঃ রিয়াজুল করিমকে ৮/৯ জন হাতপা বেঁধে রাখে। পরে ডাকাত দল (ভূমি) অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লুটপাট করে। তারা প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে। ডাকাতরা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীর কাছে থাকা একটি মোবাইল ফোন ও কয়েক’শ টাকা নিয়ে যায়।

সরকারি অফিসে ডাকাতি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় অফিসের কর্মকর্তারা মামলা করতে গেলে পুলিশ ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নিয়েছে বলে অভিযোগ করেন ভূমি অফিসের কর্মকর্তারা।

ভূমি অফিসে ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, ডাকাতি না চুরি হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।