ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রল বোমায় অগ্নিদগ্ধ চারজন রমেকে ভর্তি, আশঙ্কাজনক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
পেট্রল বোমায় অগ্নিদগ্ধ চারজন রমেকে ভর্তি, আশঙ্কাজনক ২ ছবি: প্রতীকী

রংপুর: দিনাজপুরের ঘোড়াঘাট ও কাহালু উপজেলায় বুধবার (২১ জানুয়ারি) রাতে দুটি মালবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিদগ্ধ চারজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।



অগ্নিদগ্ধরা হলেন, দুই ট্রাক চালক রফিকুল ইসলাম ও আনিস। আব্দুল মালেক ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী।

অগ্নিদগ্ধ দুই ট্রাক চালকের শরীরের বিভিন্ন অংশসহ শ্বাসনালী পুড়ে গেছে। দু’জনের চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।

অগ্নিদগ্ধ চালক রফিকুল ইসলাম জানান, বুধবার ঢাকা থেকে নাসির গ্লাসের মালামাল নিয়ে ঠাকুরগাঁয়ে আসছিলেন। সঙ্গে ছিলেন বন্ধু আব্দুল মালেকসহ আরো দু’জন যাত্রী। রাত ১২টার দিকে ট্রাকটি কাহালু উপজেলা সদরের কাছে পৌঁছালে  একদল দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে।

এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে তার পুরো শরীর‍সহ মুখমণ্ডল ঝলসে যায়।

ট্রাক চালক রফিকুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার জগদীশপুর গ্রামে। তার বন্ধু আব্দুল মালেকের বাড়ি নীলফামারী সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায়।

অন্যদিকে ট্রাক চালক আনিস জানান, দিনাজপুরের ঘোড়াঘাট থেকে ধান বোঝাই করে ঢাকায় যাচ্ছিলেন। ট্রাকটি উপজেলা সদরের কাছেই পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে মারলে তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আনিসের বাড়ি ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে।

অপর দু’জনও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।