ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল ক্লিনিকে গোয়েন্দা নজরদারির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
হাসপাতাল ক্লিনিকে গোয়েন্দা নজরদারির নির্দেশ

ঢাকা: হাসপাতাল ও ক্লিনিকের জন্য শুল্ক অব্যাহতি দিয়ে যন্ত্রাংশ আমদানি করে অপব্যবহার করা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মগবাজারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।



নজিবুর রহমান বলেন, ব্যক্তিগত মালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিক বিভিন্ন সময় শুল্ক অব্যাহতি ব্যবহার করে আধুনিক যন্ত্রাংশ আমদানি করেছে। তবে এসব যন্ত্রাংশ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার না করে, জনসেবার কাজে ব্যবহার করার কথা ছিল।


এসব যন্ত্রাংশ জনগণের সেবায় ব্যবহার করা হয়েছে না-কি ব্যবসার কাজে লাগানো হয়েছে, তা খুঁজে বের করতে শুল্ক গোয়েন্দাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
 
শুল্ক রেয়াতের মাধ্যমে কর ফাঁকি দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সুশাসনে বিশ্বাসী বলে গোয়েন্দাদের তদন্তের নির্দেশ দিয়েছি।
হাসপাতাল ও ক্লিনিক মালিকদের শুল্ক রেয়াত নেওয়ার শর্ত পালন করতে হবে। যেকোনো শর্তের খেলাপ হলে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দাদের নির্দেশ দেন তিনি।
 
কর্মকর্তারা ‘পাঁচটি সি’ অনুসরণ করবে জানিয়ে তিনি বলেন, কো-অপারেশন (সহযোগিতা), কো-অর্ডিনেশন (সমন্বয়), কো-হেরেন্স (যৌক্তিক), কমিটমেন্ট (প্রতিশ্রুতি), এনকারিজ (উৎসাহ)’র মাধ্যমে রাজস্ব প্রশাসনকে গতিশীল করতে কর্মকর্তারা কাজ করবে।
 
কর্মকর্তাদের ‘পাঁচটি এফ’ লাগবে জানিয়ে তিনি বলেন, ফান্ড (তহবিল), ফাংশন (কার্যক্রম), ফাংশনালি (কার্যকরিভাবে), ফ্যাসিলিটেশন (সহায়তা), ফ্রিডম (স্বাধীনতা) কর্মকর্তাদের দিলে ভালো কাজ করবেন তারা।
 
বোর্ডের ওয়েবসাইট আধুনিকায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এনবিআরকে সংযুক্ত, মামলা দ্রুত নিষ্পত্তি এবং কর প্রশাসনকে জনবান্ধব করার প্রতিশ্রুতিও দেন নজিবুর।

এ সময় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান, উপপরিচালক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুল্ক গোয়েন্দা মাছি-সিংহ সবই মারবে

** শুল্ক গোয়েন্দা মাছি-সিংহ সবই মারবে
** দুষ্টের দমন শিষ্টের পালন করবে এনবিআর

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।