ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে এএসপি’র বাসভবনে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
হবিগঞ্জে এএসপি’র বাসভবনে ককটেল নিক্ষেপ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (উত্তর) ও সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) এর বাসভবনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।



স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা আব্দুল জলিল বাংলানিউজকে জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের (দক্ষিণ) বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।

পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও একটি ককটেল নিক্ষেপের হুমকি দেয়।

আব্দুল জলিল আরও জানান, মোটরসাইকেলটির নম্বর প্লেট কাপড় দিয়ে মোড়ানো ছিল।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।