ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সৌদি বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ

ঢাকা: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পৃথক বিবৃতিতে এ শোক জানান তারা।



রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে বলেন, বাদশাহ আব্দুল্লাহর প্রয়াণে বাংলাদেশ তার একজন মহান শুভাকাঙ্ক্ষীকে হারালো, মুসলিম উম্মাহ হারালো তার অভিভাবক, আর বিশ্ব হারালো একজন মহান নেতাকে। এই ক্ষতি অপূরণীয়।

এ শোক কাটিয়ে উঠতে রাজপরিবার ও সৌদির জনগণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

ভোররাতে রিয়াদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদশা আব্দুল্লাহ। তার মৃত্যুর খবর ঘোষণা করে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো।

এদিকে, সৌদি বাদশার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও। একইসঙ্গে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।