ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ২১টি এয়ার রাইফেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
দামুড়হুদায় ২১টি এয়ার রাইফেল উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে ক্যাভার্ড ভ্যানসহ ২১টি এয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীররাত ২টার দিকে জয়রামপুর খোড়ার মাঠ থেকে এয়ার রাইফেলগুলো উদ্ধার করা হয়।



দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে দর্শনা সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ক্যাভার্ড ভ্যানের গতিরোধ করা হয়। এসময় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  পুলিশ ক্যাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে। পরে জয়রামপুর খোড়ার মাঠে ক্যাভার্ড ভ্যানটি রেখে গাড়ির চালকসহ তিন-চারজন পালিয়ে যান। এরপর ক্যাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২১টি এয়ার রাইফেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের দাম ২১ লক্ষাধিক টাকা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।