ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার যশোরে মধুমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
শুক্রবার যশোরে মধুমেলা শুরু

যশোর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভূমি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মধুমেলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হবে।



এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরঘেঁষা সাগরদাঁড়ি গ্রামের মধুপল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে।  

মেলায় দর্শকদের জন্য বিভিন্ন সাজসজ্জা ও প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়েছে। মেলাকে কেন্দ্র করে কমপক্ষে ১৫ দিন আগেই পূর্ব প্রস্তুতির জন্য কয়েক হাজার লোক সাগরদাঁড়িতে অবস্থান করছেন।

এবারের মেলায় দর্শকদের জন্য প্রতিদিন সন্ধ্যায় মধু মঞ্চে আলোচনা সভা ও উন্মুক্ত যাত্রা, কৃষি মেলা, বেসরকারি পৃষ্ঠপোষকতায় যাত্রা, সার্কাস, নাগরদোলা, ভ্যারাইটি শো, মোটরসাইকেল রেসসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে কয়েক হাজার দোকানপাট তাদের পসরা সাজিয়ে বসেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি মধুমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর- ৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
এদিকে, ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন হলেও আসন্ন এসএসসি পরীক্ষার কারণে দুইদিন আগে থেকেই মেলা শুরু হচ্ছে।

সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মধুকবির জন্মোৎসব ও মেলা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসন ইতোমধ্যে কয়েক দফায় প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে।

মেলাকে ঘিরে সব ধরনের নাশকতা ঠেকাতে  সাগরদাঁড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।